পটিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা

রেড ক্রিসেন্টের উদ্যোগ

| মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

পটিয়ার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামে অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এবং সাপ্তাহিক প্রবাস সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রতিজনকে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, লবণ, সয়াবিন তেল, চিনি এবং ৫০০ গ্রাম সুজি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমু, অফিস বিভাগীয় উপ প্রধান আব্দুর রহমান অপি, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপপ্রধান রকিবুল ইসলাম প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, বর্তমান সরকার অসহায় লোকজনদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে। এছাড়াও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তিনি মধ্যবিত্তদের গোপনে ভালোবাসার উপহার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সরঞ্জামসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার