পটিয়ায় ওয়াসার গাড়ি উল্টে ৪ কর্মচারী আহত

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৭ পূর্বাহ্ণ

পটিয়ায় ভান্ডালজুরি ওয়াসা প্রকল্পের ট্রাক উল্টে ৪ কর্মচারী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বায়তুশ শরফ মসজিদ এলাকায় গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহতরা হলেন- পটিয়া পৌরসভার দক্ষিণ ঘাটা এলাকার বদিউল আলমের পুত্র মো. হোসেন (৫৬), নুরুল আলমের পুত্র মো. ছৈয়দ (৩৫), বাদশা মিয়ার পুত্র নুরুজ্জামান (৪০) ও মো. মোখতেয়ার (৩০)। আহতদের পটিয়া হাসপাতাল থেকে ৩ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বোয়ালখালীর ভান্ডালজুরি থেকে পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলায় ওয়াসার নতুন প্রকল্পের কাজ চলছে। প্রত্যক্ষদর্শী হাইদগাঁও ইউনিয়ন আওয়মী লীগের যুগ্ম আহ্বায়ক বিএম জসিম জানিয়েছেন, দ্রুতগতির পিকআপ ব্রেক ফেইল করে বায়তুশ শরফ মসজিদ এলাকায় এক ব্যক্তির সীমানা প্রাচীর ভেঙে ফসলি জমিতে পড়ে যায়। এতে ৪ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে তিনিসহ স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার করেন। আহতদের বর্তমানে ৩ জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধপাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ
পরবর্তী নিবন্ধশিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন