পটিয়ায় একশ কৃষক পেল ছয়টি পাওয়ার টিলার ও দুটি থ্রেসার মেশিন

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

পটিয়ায় একশ কৃষক পেল ‘৬টি পাওয়ার টিলার ও ধান মাড়াই যন্ত্র ২টি থ্রেসার মেশিন’। উপজেলার ৪টি ইউনিয়নের ৫টি সমমনা কৃষক দল ও কমন ইনটারেস্ট গ্রুপকে (সিআইজি) ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় এএফএ-২ ম্যাচিং উপ প্রকল্প হতে এসব কৃষি যন্ত্রপাতি দেয়া হয়।

এ প্রকল্প হতে ৭০% অর্থ সহায়তায় গতকাল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান। তিনি জানান, সরকার কৃষি উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে উপজেলার ৫টি সমমনা কৃষক দলকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষকদের এসব কৃষি উপকরণ বা যন্ত্রপাতির যথাযথ ব্যবহার ও রক্ষাণাবেক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদনে এগিয়ে আসতে হবে।

আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন বাড়াতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল, উপ সহকারী কৃষি অফিসার মোস্তাক আহমদ, বিজয় দাশ, বিজয় দাশ, দীপন চৌধুরী, রিম্পি বড়ুয়া, রূপন চৌধুরী, মো. মহিউদ্দিন চৌধুরী, আবু জাফর, শাহ আলম, মোহাম্মদ আলী, আবদুল জব্বার, মো. মাহবুব আলী, আজগর আলী, দীপক কংকন বড়ুয়া, রিনা বড়ুয়া, মো. শফিউল আলম, মো. নুরুল আজিম প্রমুখ। কৃষক মাহবুব আলী বলেন, আধুনিক এ কৃষি যন্ত্রপাতি বা উপকরণ দিয়ে আশাকরি কৃষি উন্নয়ন ও ফসল উৎপাদনে গতি সঞ্চার হবে। এতে কৃষকদের মধ্যে চাষাবাদ ও ফসল উৎপাদনে উৎসাহ সৃষ্টি হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক দলকে ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করতে হবে
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই