পটিয়ায় ইউপি নির্বাচনে ৪ ইউপি মেম্বার গুনল জরিমানা

আচরণবিধি ভঙ্গের অভিযোগ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ৮:৫২ অপরাহ্ণ

পটিয়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৪ ইউপি সদস্যকে জরিমানা দিতে হয়েছে।

উপজেলার বড়লিয়া ইউনিয়নের মোরগ প্রতীক ও সূর্যমুখী ফুল প্রতীকের মেম্বার পদপ্রার্থীর সমর্থককে এবং কুসুমপুরা ইউনিয়নের তালা প্রতীক ও লাটিম প্রতীকের মেম্বার পদপার্থীর সমর্থককে পাঁচশত টাকা করে চারটি মামলায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের সতর্ক করেও দেওয়া হয়।

আচরণবিধি না মেনে প্রচারণার সময় একাধিক শব্দ যন্ত্র ব্যবহার করায় এবং নির্বাচনী প্রচারণা ক্যাম্পে পানীয় ও খাবার পরিবেশন করায় চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৪ ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধবাংলা চ্যানেল পাড়ি দিল চবির ৪ শিক্ষার্থী