পটিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব৭ এর বিশেষ অভিযানে উপজেলার কোলাগাঁওয়ের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী মো. ইকবাল হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কোলাগাঁও এলাকার মো. সুলতান আহাম্মদের পুত্র। তার কাছ থেকে দেশীয় তৈরী টু টু বোরের একটি পিস্তল, ২ রাউন্ড গুলি টাকাও গাড়ির চাবিসহ বিভিন্ন কিছু জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে দেহ তল্লাশিকালে তার স্বীকারোক্তি এবং তার দেখানো ও শনাক্ত মতে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ০১টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি সে এবং উদ্ধারকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবত সে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সে সংঘবদ্ধ অপরাধ চক্রের একজন সক্রিয় সদস্য বলেও জানান তারা। এছাড়াও সন্ত্রাসী ইকবালের স্বীকারোক্তি মতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি অবৈধভাবে ক্রয়বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জন্য উল্লেখিত স্থানে রেখেছিল। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, সন্ত্রাসী ইকবাল হোসেনকে একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ পটিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তার বিরুদ্ধে থানায় আরো অভিযোগ রয়েছে বলে শুনা যাচ্ছে। তা তদন্ত করা হচ্ছে। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে গতকাল শুক্রবার থাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের কবি-সাহিত্যিকদের সঙ্গে কবি নূরুল হুদার আড্ডা
পরবর্তী নিবন্ধঅতীত আর বর্তমান বাংলাদেশের তফাৎ মানুষকে বুঝাতে হবে