অতীত আর বর্তমান বাংলাদেশের তফাৎ মানুষকে বুঝাতে হবে

চন্দনাইশের ধোপাছড়ি যুবলীগের সম্মেলনে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের প্রয়োজনে যে কোন আন্দোলন সংগ্রামে যুবলীগ রাজনৈতিকভাবে সবসময় ভূমিকা রেখেছে। আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে শামিল হতে যুবলীগকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, অতীত আর বর্তমান বাংলাদেশের তফাৎ দেশের সাধারণ মানুষকে বুঝাতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাই সার্বক্ষণিক যুবলীগ নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ধোপাছড়িশীলঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ তৌহদুল আলম। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহাম্মদ মহিউদ্দীন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ.এস.এম মুছা তছলিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি ড. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিঠু, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল আলীম, আবিদ হোসেন, নুরুল আমিন, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, আ’লীগ নেতা ডা. দুলাল কান্তি দেবনাথ প্রমুখ। সম্মেলনের আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন এবং শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৬ কোটি টাকা ব্যয়ে চবি এলামনাই সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন