পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল বন্ধুমহল অলম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস এর সাবেক নির্বাহী সদস্য ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চক্রশালা যুব নিশান ক্লাবের সভাপতি মফিজুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. হাশেম মেম্বার, খরনা ২নং ইউপি সদস্য জয়নাল আবেদীন, কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, আবদুল নবী, খরনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসীম, ক্রীড়া সংগঠক মো. মহিদ্দীন, খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন পারভেজ, শহিদুল আলম, হারুন মজুমদার, শাকিল ফারুকী, মো. সাইফু, মো. সেলু, মো. সাইফুল আলম, টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা আশিক শওকত, মো. ইমন, শাফায়েতুল ইসলাম ও মো. আরেফিন রিগ্যান প্রমুখ। উদ্বোধনী খেলায় মল্লপাড়া স্পোটিং ক্লাব ১-০ গোলে মাঝির পাড়া সবুজ মাঝি স্মৃতি সংসদকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।