পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবার পেল ঢেউটিন ও কম্বল

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার আশিয়া উম্মত আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবার পেল ঢেউটিন ও কম্বল। পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সঞ্চয় সমিতি ও সেবা এনভায়রনমেন্টের উদ্যোগে এ ঢেউটিন বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ক্ষতিগ্রস্তদের মধ্যে এ ঢেউটিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শাহ আলম খোকন, আবদুল হামিদ, শাহ আলম সেলিম, নুরুল ইসলাম বাচা, জামাল উদ্দিন, হারুনুর রশিদ, রাবেয়া বেগম নিরু প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২ টি করে কম্বল বিতরণ করেন ও নগদ তিন হাজার টাকা আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা-সংস্কৃতি ও সাহিত্যে ড. শিরীণ আখতার প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন
পরবর্তী নিবন্ধমাদ্রাসায় যাওয়ার জন্য উঠে বাসে, এরপর থেকে নিখোঁজ শিক্ষার্থী