উদ্বোধনের দুই দিনের মাথায় কাউন্টার বন্ধ রাখা, স্টেশনে এসে টিকিট না পাওয়া- যাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টারকে শোকজ ও সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন চট্টগ্রাম-পটিয়া ও চট্টগ্রাম-দোহাজারী রুটে দুটি ডেমু ট্রেনের উদ্বোধন করেন।
জানা যায়, পটিয়া রেল স্টেশনের কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা টিকেট নিতে না পারার অভিযোগ করেন বিভাগীয় পরিবহন কর্মকর্তার কাছে। এর ভিত্তিতে স্টেশন মাস্টার মাজহারুল ইসলামকে শোকজ ও সহকারী স্টেশন মাস্টার শামসুন নাহারকে সাময়িক বহিষ্কার করা হয়। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত আজাদীকে জানান, মঙ্গলবার পটিয়া স্টেশনে এসে যাত্রীরা কাউন্টার বন্ধ পেয়ে টিকিট না পাওয়ায় আমাকে অভিযোগ করলে সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বহিষ্কার ও স্টেশন মাস্টারকে শোকজ করা হয়েছে। উপযুক্ত জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকারী স্টেশন মাস্টার শামসুন নাহারের স্থলাভিষিক্ত হিসেবে ফতেয়াবাদ স্টেশন থেকে আবু জাফরকে যুক্ত করা হয়েছে।