পটিয়ায় ৩৫ হাজার দরিদ্র পরিবারে কেডিএস গ্রুপের নগদ অর্থ সহায়তা

ধনী-গরিব সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে : খলিলুর রহমান

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

পটিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৫ হাজার দরিদ্র পরিবারে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কেডিএস গ্রুপ। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার জিরি খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান এবং কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান এ কর্মসূচি উদ্বোধন করেন। প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার সাঁইদাইর, বুধপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াইশ, আশিয়া, গোরনখাইন, মহিরা, ভান্ডারগাঁও, বেলখাইন, বরলিয়া, কুসুমপুরা, বিনিনিহারা, কৈয়গ্রাম, মালিয়ারা, মহিরা, কর্তলা, পিঙ্গলা, পুরিক্তা, উত্তর দেয়াং, চাপড়ীসহ প্রায় ৪০ গ্রামের গরীব দুস্থরা এ নগদ অর্থ সহায়তা পায়। এসময় উপস্থিত ছিলেন আলআরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, ফজলে ওয়ালী আহম্মেদ তামজীদ, খলিল মীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন, বাংলাদেশ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাসেম, শওকত আকবর প্রমুখ।

এসময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ইসলাম সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম। ধনীগরীবের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্যেরে সেতুবন্ধনে অগ্রণী ভূমিকা পালন করে যাকাত। ধনীগরিবের দূরত্ব কমানোর জন্য এবং বিত্তশালীদের সম্পদের পবিত্রতার জন্য ইসলাম জাকাতের বিধান নিয়ে এসেছে। ধনী গরীব সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেই হবে ঈদের মূল সার্থকতা।

পূর্ববর্তী নিবন্ধশাহী ও জোনাকি পরিবহনকে জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জামায়াতে ইসলামী কাজ করছে