পটিয়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের বৈলতলী সড়কে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ আগ্নিদুর্ঘটনার ঘটনা ঘটে। 

এ সময় সেহরি খেয়ে সবাই দোকানপাট বন্ধ করে বাসাবাড়িতে ঘুমাতে গিয়েছিল। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে গিয়ে পানি স্বল্পতার কারনে আগুন নিভাতে হিমশিম খেতে হয়। প্রায় ১ কিলোমিটার দূর থেকে কয়েকটি পুকুর থেকে পানি সরবরাহের পর আগুন নেভাতে সক্ষম হয়।

ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই ৭টি দোকানের মূল্যবান সব আসবাবপত্র পুড়ে ছাই  হয়ে যায়। আগুনে ৫টি ফার্নিসারের দোকান, ১ টি ওয়াকশপ, ১টি মিলের ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ আগুন লাগার সাথে সাথে পটিয়া পল্লী বিদ্যুৎ, পটিয়া পিডিবি অফিসে একাধিকবার ফোন দিলেও কোন সাড়া পাওয়া যায় নি। যথাসময়ে বিদ্যুৎ বন্ধ করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যেতো। কারণ বিদ্যুৎ বন্ধ না করার কারনে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর কাজে আসতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সড়কের পাশে পড়ে আছে অজ্ঞাত নারীর মরদেহ