পটিয়ার কোলাগাঁও কালারপোল ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক বিগত বছরের আয়–ব্যয়, বার্ষিক বাজেট, বিগত কার্যকরী কমিটির গৃহীত কার্যক্রম এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সভা শেষে মোহাম্মদ হেলালকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আগামী ২৫–২৬ সেশনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবু তৈয়ব চৌধুরী সিনিয়র সহ–সভাপতি, মোঃ সোলাইমান মুসা সহ–সভাপতি, ইকবাল হোসেন সহ–সাধারণ সম্পাদক, মোঃ রকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক, শহীদুল আলম অর্থ সম্পাদক, ফারুক হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, গিয়াস উদ্দীন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ইমরান হোসেন বাপ্পি শিক্ষা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ তারেক ক্রীড়া সম্পাদক, সিহাব উদ্দীন সোহেল সমাজ কল্যাণ সম্পাদক, মামুনুর রশিদ মুরাদ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আলমগীর ও আবদুল্লাহ আল মামুনকে কার্যকরী সদস্য করা হয়।