মুনিরীয়া যুব তবলীগ কমিটি পূর্ব রতন পুর মৌলভী বাজার পটিয়া এশায়াত মাহফিল গত রোববার অনুষ্ঠিত হয়েছে। কড়লডেংগা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হামিদুল হক মন্নানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী। উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য মোহাম্মদ রবিউল হোসেন কফিল, মোহাম্মদ আলী প্রমুখ। মিলাদ–কিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












