৩ টাকায় চোখের চিকিৎসাসেবা

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র ৩টাকার বিনিময়ে চোখের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনের মাধ্যমে উপজেলা লেভেলে এ চক্ষু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু সেবার মান ভালো না থাকায় বিভিন্ন বয়স্ক রোগীদের বিভাগীয় পর্যায়ের চোখের চিকিৎসা নিতে শহরে যেতে হতো। এতে সময় ও চোখের মতো জটিল চিকিৎসা নিতে উৎসাহ বোধ করতো না তারা। এতে অনেকে অন্ধত্ব জীবন বেঁচে নিতে হয়েছে। এ উপলব্দি বিবেচনা করে চলতি বছরের ৩০ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারর কার্যক্রম শুরু হয়। চোখের চিকিৎসার জন্য ভালো যন্ত্রপাতি বসানো হয়। অন্ধত্ব দূরীকরণের জন্য একজন অভিজ্ঞ ডাক্তার ও টেকনিশিয়ান দায়িত্ব পালন করে যাচ্ছে। এই সেবা নিতে শুধুমাত্র ৩ টাকা দিয়ে বহির্বিভাগ থেকে একটি টিকেট ক্রয় করতে হয়। কমিউনিটি ভিশন সেন্টারের চিকিৎসকরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৩০থেকে ৪০জন চোখের চিকিৎসাসেবা নিতে আসে। সেই উপজেলা কমিউনিটি ভিশন সেন্টারে অফতালমিক নার্স বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং কনসালটেন্স বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রয়েছে অত্যাধুনিক চক্ষু পরীক্ষার মেশিন। এটিতে আপনার রোগীদের চোখ পরীক্ষা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অনলাইনে চিকিৎসা এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। চশমার পাওয়ার দেখে সে চশমাটি প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দিন রাশেদ বলেন, এই সেবা চালু হওয়ার পর থেকে আমরা ইতিমধ্যে আমাদের সেন্টারের মাধ্যমে চট্টগ্রাম আই ইন ফরমোরারি ফয়েস লেক চক্ষু হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে বিভিন্ন রোগীর চোখে জটিল অপারেশন বিনামূল্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতিসভা