পটিয়ায় মহিষের হামলায় আহত ৪, ভাঙলো বাইসাইকেল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

পটিয়ায় কোরবানির জন্য কেনা শখের মহিষের হামলায় একে একে আহত হয়েছেন মালিকসহ চার জন। ভেঙেছে এক কাঠমিস্ত্রির একটি বাইসাইকেলও। গতকাল শনিবার পটিয়া পৌরসদরের তালতলা চৌকিস্থ ভাইস চেয়ারম্যান ঈসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ পাগলা মহিষের হামলায় আহতরা হলেন, মো. আবু তৈয়ব সোহেল, সজিব, মো. সোহেল ও ইমরান। তারা সকলে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, শুক্রবার পটিয়া থানা হাট থেকে ১ লাখ ৪৪ হাজার টাকায় মহিষটি কিনেন মো. আবু তৈয়ব সোহেল। উত্তেজিত মহিষটিকে ঘরে আনতে বেশ গলদঘর্ম হতে হয় তিনিসহ চারপাঁচজন লোককে। পায়ে ও ঘাড়ে ডান্ডাবেরি পরিয়েও তাকে সামলাতে বেগ পেতে হয়েছে। সামনে মানুষ দেখলেই তেড়ে আসছে মারমুখী হয়ে।

মহিষের মালিক মো. আবু তৈয়ব সোহেল জানান, এ মহিষের সাথে বাজারে আরো কয়েকটি মহিষ ছিল। হয়তো দলছুট হওয়ায় মহিষটি এ ধরনের ক্ষ্যাপাটে হয়ে উঠেছে। সামনে কেউ যেতে পারছে না। কোনো খাবারও গ্রহণ করছে না। এখন এ মহিষ দিয়ে কিভাবে কোরবানি দিব বুঝতে পারছি না। সবাই ভয়ের মধ্যেই আছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর দগ্ধ চারজনের তিনজনেরই মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘সন্তানকে’ বেচতে এসে গাবতলীতে আবেগাপ্লুত রমিসা