পজিটিভ

মাসুদা তোফা | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

পজিটিভকে রাখি বুকে, নেগেটিভকে ফেলি দূরে।

ভালো থাকি, ভালো রাখি, অযুত মন্দকে রাখি দূরে।

অসুন্দর আঁধার দূরে থাকুক, সুন্দর বাসা বাঁধুক।

হিংসা স্বার্থটা ভুলে, পরার্থপরতা মনে বাজুক।

সততা সাহস নীতি নৈতিকতা যার যত বেশি,

বাড়ে যাতনা যদিও অন্তরে তারই শক্তি বেশি।

নির্মল আনন্দ পাবেযদি নেগেটিভ দূরে থাকে,

ভালো মানুষ হলেই চারপাশ আলোকিত থাকে।

অন্যের পিছে না লেগে শুধু মঙ্গল কামনা করি,

চারপাশ সুন্দর হবে যদি পজিটিভ চাষ করি।

পূর্ববর্তী নিবন্ধএকুশের মঞ্চ ছুঁয়ে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বইমেলা নয় কেন!