পকেট ক্যালকুলেটর উদ্ভাবক স্যার ক্লাইভের জীবনাবসান

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

পকেট ক্যালকুলেটরের উদ্ভাবক স্যার ক্লাইভ সিনক্লেয়ারের জীবনাবসান ঘটেছে সমপ্রতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। লন্ডনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোম কম্পিউটারের ধারণাকে জনপ্রিয়তা দানকারী এ উদ্ভাবক। খবর বিডিনিউজের।
মেয়ে বেলিন্ডা সিনক্লেয়ার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মারা গেছেন স্যার ক্লাইভ সিনক্লেয়ার। এক দশকেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। বিবিসি’র প্রতিবেদন বলছে, প্রয়াত এ উদ্ভাবকের উদ্ভাবিত পণ্যের তালিকায় রয়েছে জেডএঙ সিরিজের কম্পিউটার, সি৫ বিদ্যুচ্চালিত বাহনের মতো পণ্য।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আফগান স্কুলছাত্রীরা
পরবর্তী নিবন্ধমোদীর মন্ত্রী বাবুল সুপ্রিয় এবার তৃণমূলে