ন্যাশনাল ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ক্রেডিট অফিসারদের কর্মশালা

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের ক্রেডিট অফিসারদের জন্য দিনব্যাপী ‘Preparation of Credit Proposal & Appraisal in line with compliance of Credit Risk Management of Bangladesh Bank & NBL Credit Policy’ শীর্ষক কর্মশালা আগ্রাবাদস্থ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে গত ১৩ মে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ৪২ (বিয়াল্লিশ) জন ক্রেডিট অফিসার এবং ৩৬ (ছত্রিশ) জন শাখা ব্যবস্থাপক সরাসরি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালাটি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রইস উদ্দিন এবং পরিচালনা করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আঞ্চলিক প্রধান প্রবীর কুমার ভৌমিক। কর্মশালায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড আঞ্চলিক প্রধান কার্যালয়ের ঈজগ এর প্রধানরা তাদের বক্তব্য রাখেন। ওঈজজ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন এবং ডকুমেন্টেশন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ঈঅউ প্রধান সাইফুল ইসলাম খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্যমন্ত্রীর ফ্রি বাস সার্ভিস
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ