ন্যাটো সদস্যপদের জন্য তুরস্কের সমর্থন সুইডেনের আশা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান। শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের কাছে তুরস্কবিরোধী বিক্ষোভ ও সেখানে কোরানের একটি কপি পোড়ানোর প্রতিক্রিয়ায় এরদোয়ান এ মন্তব্য করেন। এদিন স্টকহোমে হওয়া আরেক বিক্ষোভ থেকে কুর্দিদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদনেরও বিরোধিতা করা হয়েছে। খবর বিডিনিউজের।
নর্ডিক দেশ সুইডেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করেছে। কিন্তু স্টকহোম সন্ত্রাসী কুর্দিদের আশ্রয় দিচ্ছে অভিযোগ করে তুরস্ক ওই সদস্যপদপ্রাপ্তি ঠেকিয়ে রেখেছে। এসব নিয়ে তুরস্কের সঙ্গে সুইডেনের উত্তেজনা আরও বেড়ে চলেছে। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এরদোয়ান বলেন, আমাদের দূতাবাসের সামনে এ ধরনের ব্লাসফেমির অনুমোদন যারা দেয় তারা তাদের ন্যাটো সদস্যপদের জন্য আর আমাদের সমর্থন আশা করতে পারে না। আপনারা যদি সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সদস্যদের এবং ইসলামের শত্রুদের এতই ভালোবাসেন এবং তাদের সুরক্ষা দেন, তাহলে আমাদের পরামর্শ হল আপনাদের দেশের নিরাপত্তার জন্য তাদের সমর্থনই কামনা করুন। এরদোয়ানের এই বক্তব্যের বিষয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এক লিখিত বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, ঠিক কী বলা হয়েছে তা বোঝার চেষ্টা করছেন তিনি।