জঙ্গল থেকে অভুক্ত ইয়ানোমামিদের হেলিকপ্টারে করে তুলে আনল ব্রাজিল

| বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

ইয়ানোমামি নৃগোষ্ঠীর ১৬ জন অভুক্ত লোককে জরুরি চিকিৎসার জন্য জঙ্গল থেকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে এসেছে ব্রাজিল। জরুরি চিকিৎসা পরিস্থিতি ঘোষণার পর কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। অপুষ্টিতে ভুগে কয়েকশ ইয়ানোমামি শিশুর মৃত্যু হলে সরকার জরুরি চিকিৎসা পরিস্থিতি ঘোষণা করে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দা সিলভা রেইনফরেস্টের নৃগোষ্ঠীটির বিরুদ্ধে গণহত্যার জন্য পূর্বসূরী কট্টর ডানপন্থি জাইর বোলসোনারোকে অভিযুক্ত করেছেন। খবর বিডিনিউজের। আদিবাসী ইয়ানোমামি নৃগোষ্ঠীর লোকজন দেশটির উত্তরাঞ্চলীয় হোরাইমা রাজ্যের সংরক্ষিত এলাকায় বসবাস করে। ওই অঞ্চলের গভীর বনাচ্ছাদিত এলাকাগুলোতে সোনার সন্ধানে খনন ও গাছ কাটার জন্য পানি দুষিত হয়ে পড়েছে, এই দুষণের কারণেই শিশুগুলোর মৃত্যু হয়েছে। এই এলাকায় খাদ্য নিরাপত্তাহীনতাও প্রকট আকার ধারণ করেছে বলে বিবিসি জানিয়েছে। শনিবার প্রেসিডেন্ট লুলা হোরাইমা সফর করেন। এই রাজ্যটির উত্তরপশ্চিমে ভেনেজুয়েলা ও পূর্বে গিনির সীমান্ত আছে। রাজ্যটির ইয়ানোমামি শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে, এমন খবর প্রকাশের পর লুলা সেখানে যান।

লুলা জানিয়েছেন, সেখানে তিনি যা দেখেছেন তাতে মর্মাহত হয়েছেন। মানবিক সংকটের চেয়েও বেশি, হোরাইমাতে যা দেখেছি তা গণহত্যা: এটা ইয়ানোমামিদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত অপরাধ, দুর্ভোগের বিষয়ে অসংবেদনশীল একটি সরকার এটা করেছে, পরে বলেছেন তিনি। আমি এখানে এসেছি এটা বলতে, আমরা আমাদের আদিবাসী লোকজনকে মানুষ হিসেবে গণ্য করবো, বলেন তিনি। ইয়ানোমামি সংরক্ষিত এলাকাগুলোতে আনুমানিক ২৮ হাজার আদিবাসী বসবাস করেন। তারা শিকার করে, জুম চাষ করে এবং ছোট ছোট, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আধাস্থায়ী গ্রামগুলোতে বসবাস করেন।

পূর্ববর্তী নিবন্ধ৪৫ দিনে মঙ্গলে মানুষ পাঠানো রকেটে বিনিয়োগ নাসার
পরবর্তী নিবন্ধন্যাটোর জন্য তুরস্কের সমর্থন আশা করো না: সুইডেনকে এরদোয়ান