ভারতের বিশাখাপত্তনমে আন্তর্জাতিক নৌ মহড়া ‘মিলান ২০২২’ এ অংশগ্রহণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছেছে। গতকাল রোববার জাহাজটি জেটিতে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় স্থানীয় নৌ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন। গত ২২ ফেব্রুয়ারির জাহাজটি সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিল। খবর বাংলানিউজের।
আইএসপিআর সূত্রে জানা গেছে, জাহাজটি গত ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এবিএম জাকিউল হাসান ভূঁঞার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৮৪ জন নৌসদস্য এ মহড়ায় অংশ নেন। মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে দস্যুতা, মাদক, চোরাচালান, মানবপাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করাই এ মহড়ার মূল লক্ষ্য। মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে বাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এমন আশা সংশ্লিষ্টদের।