বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতায় নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএন ডকইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনায় বিএন ডকইয়ার্ড ক্রীড়া কমপ্লেঙ মাঠে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। ৫দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি ও সংস্থার মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল দল ২–১ গোলে বানৌজা ঈসাখান দলকে পরাজিত করে। বানৌজা ঈসাখান দলের এম সোহাগ গাজী, লিডিং টপ, সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সমাপনী দিনে কমডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড কমডোর খন্দকার আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুলসংখ্যক নৌ সদস্য উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।