আসন্ন ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আইয়ুব বাবুলের সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রণব দারার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ন ম টিপু, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জান্নাত আরা মনজু, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা রানী দাশ, শ্রম বিষয়ক সম্পাদক জীবন আরা বেগম, তাহমিনা আক্তার চৌধুরী, আলমগীর আলম, শফিকুল ইসলাম, রুপসী দাশ প্রমুখ।
বাবুলের সমর্থনে দক্ষিণজেলা কৃষকলীগের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা, পথসভা ও গণসংযোগ গত ৯ ফেব্রুয়ারি ২ ও ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি। প্রধান বক্তা ছিলেন মেয়র প্রার্থী আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সৈয়দ নুরুল আবছার চৌধুরী, মোয়াজ্জেম হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম টিপু, সাংগাঠনিক সম্পাদক সত্যজিৎ বড়ুয়া, জেলা কৃষকলীগনেতা এম এ শাকুর, মঞ্জু মিয়া, পটিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, শফিকুর রহমান, মুহাম্মদ নূর হোসাইন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
মো. আইয়ুব বাবুলের সমর্থনে গতকাল গণসংযোগ করেছেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. ফারুক। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়ায় গণসংযোগকালে তিনি এলাকাবাসীকে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন শিমুল বড়ুয়া, মো. আনছুর মেম্বার, মিজানুর রহমান প্রমুখ।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইয়ুব বাবুলের সমর্থনে এক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন ৭ নম্বর জিরি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শাহজাহান বাহাদুর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম, এয়াকুব, জসিম, শাহ্ আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।