নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন আজ

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম০৮ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের প্রধান নির্বাচনী কার্যালয় রোড নং০১ ব্লক, হোল্ডিং মিশকাতের আজ উদ্বোধন করা হবে।

রাত ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ডের সাভাপতি, সাধারণ সম্পাদক আহ্বায়ক যুগ্ম আহ্বায়কদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থ
পরবর্তী নিবন্ধজনগণকে ভোটমুখী করতে প্রার্থিতা করছে ইসলামী ফ্রন্ট