রাউজান-নোয়াপাড়া কাপ্তাই সড়ক অটোরিঙা চালক কল্যাণ সমিতির মৃত সদস্যের পরিবারকে সত্তর হাজার অনুদান প্রদান করা হয়। গত ৮ অক্টোবর নোয়াপাড়া পথেরহাট সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চালক মৃত মোহাম্মদ হারুনের পরিবারের হাতে এ সহায়তা দেয়া হয়। এউপলক্ষে আয়োজিত চালক সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ সেকান্দর হোসেন মেম্বার। অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ বাবুল মিয়া মেম্বার। আমজাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক মীর আসলাম, এসএম ইউছুপ উদ্দিন, উপদেষ্টা নুরুল ইসলাম,মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ইসকান্দর, কেশব আচার্য্য,জিয়াউর রহমান, মোহাম্মদ জামাল, দিদারুল আলম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ আলমগীর।