বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আবদুল্লাহ আল নোমানের মরদেহ আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মরদেহ চট্টগ্রাম স্টেডিয়ামে অবতরণ করবে। পরে লাশ রাখা হবে নগরীর কাজীর দেউড়িস্থ ভিআইপি টাওয়ারে। কাল শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদে আছর নিজ গ্রাম রাউজানের গহিরা হাই স্কুল মাঠে পঞ্চম নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তিতুল্য এ রাজনীতিককে।
শোক : চট্টলার কৃতী সন্তান জননেতা আবদুল্লাহ আল নোমানের ইন্তেকালে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারীর চেয়ারম্যান ও নাটাবের দাতা সদস্য মো. শামসুল আলম শামীম, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখার উপদেষ্টা এম এ সবুর, সভাপতি মোরশেদুল আলম কাদেরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন, সাবেক প্রচার সম্পাদক মো. আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য মো. মামুনুল ইসলামসহ কার্যকরী কমিটি ও সকল আজীবন সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন।