নোঙর হবে? কখন হবে?

রাশিদা তিথি | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ফুলছে ঢেউ। দুলছে তরী। কাঁপছে খুব
ডাকছে মেঘ। আঁকছে ঝড়
শঙ্কা কত
উতালা হয়ে কেউ কি জাগে
বুকের মাঝে?
কোথায় তুমি? আমার তুমি নোঙর হবে?

তোমার ছবি দোহারা রঙে আঁকতে গিয়ে
সরলরেখা-বক্ররেখা আবেগে থিতু
রঙের তুলি কী উচ্ছল! তুমি তো নেই!

আকাশে মেলা মেঘের ভেলা এখন কই?
দৃষ্টি বেয়ে তপ্তধারা ঝরছে খুব
আসছে নুয়ে। ঠোঁটকে ছুঁয়ে দেবে কি তারা?
কোথায় তুমি? মুছাও ব্যথা। ক্লান্তি যাক।

ফজর গেল। আরতি-শেষে নিভল বাতি
গিরজা থেকে যিশু কি জেগে দেখছে সব?
মৃত্যু এসে দাঁড়িয়ে আছে বুটের নিচে
ফাটছে বোমা। ভাগাড়ে লাশ সাপিনী ফণা!
কোথায় তুমি? শান্তি আনো। শান্তি দাও ।

যাক-না উবে ক্রুদ্ধ ঝড়, যুদ্ধবাজি
জাগবে চর। পড়বে পলি ধানের ক্ষেতে
যখন তুমি নোঙর হবে! নোঙর হবে!

কোথায় তুমি?
তুমি কি এই আমার এক আকুল-করা
নোঙর হবে? কখন হবে?

পূর্ববর্তী নিবন্ধমানুষ সুখটাকে মনে রাখে কম, বেশি মনে রাখে কষ্টগুলোকে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুকে জানা বড় বেশি প্রয়োজন