নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, সংরক্ষণ ও মোড়কজাত বিধিমালা অমান্য করার দায়ে নগরীর মাইলের মাথা এলাকার আদর্শ বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া স্টিল মিল এলাকার এ কে ফার্মেসি ও নূর ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে যথাক্রমে ৩০ হাজার টাকা ও ৭ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সকালে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান তিনটিকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী ভোক্তা অধিদপ্তরের (চট্টগ্রাম জেলা কার্যালয়) সহকারী পরিচালক নাসরিন আক্তার আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে ডিম, মাংস ও নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘন না করার নির্দেশনা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ আল হারুন ছিলেন নির্মোহ রাজনীতিবিদ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এক ব্যক্তিকে জেলে প্রেরণ