নৈরাজ্য সৃষ্টি করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে

আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

বিএনপিজামাতের নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিএনপি অতীতের মত দেশে সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে। তিনি গতকাল শনিবার পটিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া থানার মোড় চত্বরে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পৌরসভা আ.লীগের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএনএ নাছিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অথিতি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, জেলা আ.লীগ নেতা বিজন চক্রবর্তী। বক্তব্য রাখেন, .লীগ নেতা ফজলুল হক আল্লাই, নাছির উদ্দীন, কাউন্সিলর গোফরান রানা, মুজিবুর রহমান চৌধুরী, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল, মো. সাইফুল্লাহ্‌ পলাশ, মো. নুরুল করিম, মঞ্জুরুল আলম, দেবাশীষ দাশ দীপক, বিশ্বজিৎ দাশ, সাজ্জাদ সুমন, জয়নাল আবেদীন, সুমন দাশ কার্তিক, দেবর্ষী চক্রবর্তী, ওয়াহিদুল্লাহ্‌ কালু, কাউন্সিলর গিয়াস উদ্দীন আজাদ, কাউন্সিলর জসিম উদ্দীন, এম. খোরশেদ গণি, আমির হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, রফিকুল আলম, নজরুল ইসলাম, নাজিম উদ্দীন নাজু, মঞ্জুরুল আলম, খোরশেদুল আলম, আবু ছৈয়দ কাউন্সিলর, জসিম উদ্দীন, আমির খসরু, প্রনব দাশ, নজরুল ইসলাম ঝন্টু, মাহবুবুল আলম, গাফ্‌ফারুল বশর মনু, জাহাঙ্গীর হোসেন, হারুনুর রশীদ, সোহেল প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপিজামাতের নৈরাজ্য সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ গতকাল শনিবার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোস্তাফিজুর রহমান চৌধুরীর এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন মহিউদ্দিন চৌধুরী খোকা, শ্যামল কান্তি দাশ, মাস্টার শামসুল আলম ছিদ্দিকী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাওকাতুন নুর চৌধুরী প্রিযতা, পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোছাইন, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান ইবনে আমিন, চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, ইলিয়াছ সওদাগর, আতাউল করিম আতিক, ভিপি মোহাম্মদ ইলিয়াছ, তপনদাশ গুপ্ত, নীলকন্ঠ দাশ, আমান উল্লাহ চৌধুরী, জিল্লুল করিম শরীফি, ভুপাল বড়ুয়া, আবুল হোসেন ভুট্টো, বেদার উদ্দিন তালুকদার, মুজিবুর রহমান তালুকদার, নুর মোহাম্মদ আজাদ, নুরুল আকতার তালুকদার, জাকের হোসেন প্রমুখ।

দোহাজারী ও কেরানীহাট : সাতকানিয়া ও চন্দনাইশ প্রতিনিধি জানান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির সৃষ্টিকারী খালেদা এবং তারেক জিয়ার বিএনপি কর্মসূচির পর কর্মসূচি দিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা জানি তারা অতীতে বাংলাদেশে আন্দোলনের নামে, অবরোধের নামে, রাজনৈতিক কর্মসূচির নামে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তিনি গতকাল শনিবার জামায়াতবিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে চন্দনাইশের দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মাহাবুবুল আলম খোকা, মো. আবদুল আলীম, আবদুর রহিম চৌধুরী, এসএম সায়েম, খোরশেদ বিন ইসহাক, আবদুল শুক্কুর, খোরশেদ আলম টিটু, কায়সার উদ্দিন চৌধুরী, আবদুল মালেক রানা, মাহাবুবুর রহমান চৌধুরী, অ্যাড. নজরুল ইসলাম সেন্টু, আবদুল শুক্কুর, বশির উদ্দীন মুরাদ, নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ, মোজাম্মেল হক, তৌহিদুল আলম, মুরিদুল আলম মুরাদ, হাসান মাহামুদ, এরশাদুর রহমান সুমন, আসকর খান, শওকত খান, আজিজুর রহমার আরজু, লোকমান হাকিম, নাসির উদ্দিন চৌধুরী, মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমুখ।

সাতকানিয়া : সাতকানিয়া প্রতিনিধি জানান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে আগামীতেও আওয়ামী লীগের বিকল্প নাই। তিনি গতকাল সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেরানীহটে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিচ, মোস্তাক আহমদ আঙ্গুর, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, মো. দেলোয়ার, সাইফুদ্দিন হাসান শাহী, ফয়েজ আহমদ লিটন, এম হোসেন কবির, আবদুল মান্নান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী শাহরিয়ার, আবদুল গফুর লালু, একেএম আসাদ, আখতার হোসেন, তাপস কন্তি দত্ত, হাফেজ আহমদ, সেলিম উদ্দিন, ওচমান আলী, আ ফ ম মাহাবুবুল হক সিকদার, আবু ছালেহ, আ ন ম সেলিম ও জসীম উদ্দিন।

রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এসময় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় পৌর নেতৃবৃন্দ। একইদিন বিকালে পৌরসভার রোয়াজারহাট এলাকার রাঙ্গুনিয়া ক্লাব মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র মো. শাহজাহান সিকদার। সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আকতার হোসেন খান, হালিম আবদুল্লাহ, এনামুল হক প্রমুখ।

যুবলীগ : সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন, গুজবমিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নয়। যারা গ্রেনেড মেরে প্রধান বিরোধীদলের নেত্রীসহ সামনের সারির সবাইকে হত্যা করে একইসাথে ১৫ আগস্ট আর তেসরা নভেম্বরের পুনরাবৃত্তি ঘটিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো তাদের এখনও প্রকাশ্যে সভা সমাবেশ করতে দেয়াই মাননীয় প্রধানমন্ত্রীর উদারতা। কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বদলে যদি রাজপথে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের ও জনগণের জানমালের ক্ষতি সাধন করা হয় তাহলে যুবলীগের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। তারা রাজপথে সমুচিত জবাব দিবে। যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার জামায়াতবিএনপির নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ডে পলাশী মার্কেটের সামনে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু এবং মারুফুল ইসলাম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ লতিফ এমপি। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মাহাবুবু হক মিয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, শওকত আলী, আসিফ খান, আবদুল মালেক, জাকের আহমেদ খোকন, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, নুরনবী পারভেজ, মো. লোকমাান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আব্দুল্লাহ, মোঃ ইসমাঈল, দিদারুল আলম, নুসরাত জাহান শাওন, সোহেল রানা, মোঃ সালাউদ্দিন, মোঃ দিদার, মোঃ শরীফ, কাজী মোঃ আরিফ, সারোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, ইয়াসিন আরাফাত, যুবায়ের হোসেন অভি, মোঃ এমরান, মোঃ কায়সার, জব্বার জনি, রমজান আলী, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পি,কিরন নুরুল আজিম বাবুল, রিপন, আলী নুর রুবেল, টিপু খান, মোঃ মনির, মোঃ আরমান, মোঃ শোয়েব, মোঃ আরফাত, তানভীর বিন হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে অসহায়দের মাঝে অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবীন মেলা