হাটহাজারীর দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে গতকাল মঙ্গলবার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। পরে উপজেলা চেয়ারম্যান ঘটনার শান্তিপূর্ণ সমাধান করেছেন বলে জানা গেছে।
জানা যায়, গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে নৈতিকতা কমিটির সভা ছিল। সভায় সরকারের সাবেক সচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্পের পরিচালক প্রধান অতিথি ছিলেন। সভা শেষে কমিটির সদস্যরা বের হয়ে যাওয়ার পথে গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও ছিপাতলীর চেয়ারম্যান নূরুল আহসান লাভুর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে ছিপাতলী ইউপি চেয়ারম্যান অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। তবে গুমানমর্দন ইউপি চেয়ারম্যান অপ্রীতিকর ঘটনার বিষয় অস্বীকার করে বলেন- এমনিতে প্রকল্প নিয়ে কথা কাটাকাটি হয়েছে।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। গুমানমর্দন ইউপি চেয়ারম্যান নিজের ভুল বুঝতে পেরে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম বলেন, আমি ঘটনাটি শুনে দু’জনকে আমার অফিসে এনে সমাধান করে দিয়েছি।