নগরীর পূর্ব মাদারবাড়ী, আলকরন ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে আজ বৃহষ্পতিবার গণসংযোগকালে শান্তি সৌহার্দ্য ও স্বাচ্ছন্দ্যময় দৃষ্টিনন্দন চট্টগ্রাম মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে নৌকা প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় রাখা বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশ ও চট্টগ্রামে অভাবনীয় উন্নয়নের চিত্র ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহল্লা সর্দার মোহাম্মদ ইউছুফ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা মো. ফারুক, কাউন্সিলর পদপ্রার্থী আতাউল্লা চৌধুরী, মহিলা কাউন্সিলর প্রার্থী লুৎফুন্নেসা দোভাষ বেবী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন ও মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিট পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।