নেপাল থেকে আজ সকালেই ফুটবলারদের ফিরিয়ে আনার চেষ্টা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৫৯ অপরাহ্ণ

নেপালে ছাত্রজনতার আন্দোলনের মুখে পতন হয়েছে সরকারের। সেখানকার পরিস্থিতি এখন ভীষণ উত্তপ্ত। আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছেন। পালিয়ে গেছে দেশটির প্রধানমন্ত্রী। পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট। দেশটির পরিস্থিতি বলতে গেলে একেবারেই নাজুক। আর এমনই নাজুক অবস্থায় সে দেশে আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ জাতীয় দল দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল নেপালে। প্রথম ম্যাচ ভালোভাবে হলেও পরের ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। বাংলাদেশ দল দেশে ফিরতে পারেনি। আটকা পড়েছে নেপালে। সেখানে তাদের মধ্যে আতঙ্কভয় কাজ করছে। দেশে ফুটবলারদের পরিবার রয়েছে উৎকণ্ঠার মধ্যে। গতকাল বাংলাদেশ দলের টিম হোটেলের পাশের একটি ভবনেই আগুন দেওয়া হয়েছে। এমনকি জামাল ভূঁইয়ারা যে হোটেলে অবস্থান করছেন, সেখানে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা সেই খোঁজ করতে এসেছিলেন আন্দোলনকারীরা। পরে তারা ফুটবলারদের দেখে আশ্বস্ত হয়ে আর কোনো ঝামেলা করেননি। জাতীয় দলের ফুটবলাররা এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে জানা গেছে। তবে মনের মধ্যে একটু আধটু ভয় তো কাজ করা স্বাভাবিক।

পূর্ববর্তী নিবন্ধচোখের রোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস জরুরি
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরের বিপক্ষে সান্ত্বনার জয় বাংলাদেশের