কাতারের দোহায় ২৫তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। আর মেয়েদের দলগত বিভাগে নেপালের বিপক্ষে ৩-০ সেটে জিতেছে তারা। গ্রুপ পর্বে ছেলে ও মেয়েদের দলগত বিভাগে শক্তিশালী দলগুলোর বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ টেবিল টেনিস দল। তবে স্থান নির্ধারণী ম্যাচে জয়ের দেখা পেয়েছে উভয় বিভাগে। ছেলেদের বিভাগে ২ নম্বর গ্রুপে থাইল্যান্ড ও শ্রীলংকার কাছে ৩-০ সেটে হেরেছিল বাংলাদেশ। মেয়েদের বিভাগে ৪ নম্বর গ্রুপে শ্রীলংকা ও কিরগিজস্তানের কাছেও বাংলাদেশ হেরেছিল একই ব্যবধানে। বাংলাদেশ দলের হয়ে ছেলেদের বিভাগে মুহতাসিন আহমেদ, মোফরাদুল সজীব, সাব্বির হোসেন, রামহীম বম এবং মেয়েদের বিভাগে সাদিয়া রহমান মৌ, সোনম সুলতানা সোমা ও নওরিন সুলতানা মাহি খেলেছেন।