নেপলসে চব্বিশ ঘণ্টায় ১৬০ বারের বেশি ভূকম্পন

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

ইতালির দক্ষিণাঞ্চলের শহর নেপলসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ও রাতে ১৬০টিরও বেশি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় সময় রাত ৮টার দিকে পোজুলি শহরের কাছে। ইতালির দক্ষিণাঞ্চলের এই অঞ্চলটিতে এটিই ছিল গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। খবর বাংলানিউজের।

ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু টানানো হয়। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তাতেই কাটিয়েছে। কেউ কেউ আবার শহর ছেড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিভ্রান্তিতে ভরা ম্যারাথন ক্রিকেট লিগ শেষ হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে পৌঁছেছেন টার্বুলেন্সের শিকার উড়োজাহাজের যাত্রীরা