ইউরোপের অভিবাসন নীতি নিয়ে ব্যাপক হতাশা থেকে ভোটের ভোটের আগের জনমত জরিপের ফলাফল উল্টে দিয়ে নেদারল্যান্ডসের জাতীয় নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন ফ্রিডম পার্টির (পিভিভি) নেতা গির্ট ভিল্ডার্স। যিনি চরম ইসলাম–বিদ্বেষী হিসেবে পরিচিত। ২৫ বছর ধরে নেদারল্যান্ডের পার্লামেন্টে থাকা পিভিভি এবার ৩৭টি আসনে জয় নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি জোটের তুলনায় যথেষ্ট এগিয়ে আছে। খবর বিডিনিউজের।
এখনো সামান্য ভোট গণনা বাকি আছে। তবে নিজ দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় দারুণ খুশি ভিল্ডার্স বলেন, পিভিভি কে আর অবজ্ঞা করা যাবে না। আমরা শাসন করবো। জাতীয় নির্বাচনে ভিল্ডার্সের জয় নেদারল্যান্ডের রাজনীতিতে বড় ঝাঁকুনি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানায় বিবিসি। ইউরোপের জন্যও বিষয়টি হতবাক করার।
তবে সবার জন্য প্রধানমন্ত্রী’ হওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে ভিল্ডার্সকে জোটে যোগ দিতে অন্যান্য দলকে রাজি করাতে হবে। নেদাল্যান্ডসের পার্লামেন্টে আসন সংখ্যা ১৫০। ভিল্ডার্সের লক্ষ্য ৭৬টি আসন।