চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবারো মোছলেম উদ্দিন আহমদ এমপি এবং মফিজুর রহমানকে বহাল রাখা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও ‘কৌশলগত’ কারণে কোনো শীর্ষ নেতৃত্বে (সভাপতি ও সাধারণ সম্পাদ পদে) পরিবর্তন আনা হয়নি। পুনরায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের দায়িত্বে বহাল রাখলেন সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে।
বেলা ৩টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে উপস্থিত সভা মঞ্চে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পরিচালনায় এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপির সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এসময় সাথে সাথে মাইকের সামনে গিয়ে মাহবুব উল আলম হানিফ এমপি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সভাপতি পদে আবারো বর্তমান সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক পদে আবারো মফিজুর রহমানের নাম ঘোষণা করেন।
এসময় মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দক্ষিণ জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ এবং জেলার শীর্ষ নেতাসহ সকল কর্মী-সমর্থকগণ উচ্ছ্বসিত কন্ঠে দুই হাত তুলে এই ঘোষণার পক্ষে সমর্থন জানান। হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান। এর আগে, সকালে সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ২৩ জুলাই। ওই সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি এবং মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়।
পরবর্তীতে ২০১২ সালের ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে ২০১৩ সালে কেন্দ্র থেকে সমঝোতার ভিত্তিতে মোছলেম উদ্দিন আহমদকে সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।