চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, নূর -আইনী ট্যুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহিম আরসেনীর সহধর্মিনী নূর আইনী আল সুকেজী (৬১) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র মেয়ে ডা. হুদা আল হেফনিকে রেখে যান। গত শুক্রবার বাদে জুমা আগ্রাবাদ কমার্স কলেজ মাঠে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেত্ববৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য নূর আইনী আল সুকেজী ইন্দোনেশীয়ার নাগরিক।