৪৮ ঘণ্টা কর্মবিরতির হুঁশিয়ারি ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদের

১০ দফা দাবি আদায়ে মানববন্ধন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে ১০ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংক লরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। দাবি আদায় না হলে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার কর্ম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে। এ যৌক্তিক দাবিগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্ম বিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে। সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. নুরুল আবছারের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক রুস্তম আলী খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মান্নান, তাজুল ইসলাম, মো. মুসা, আবুল বাহার, আবু বকর ছিদ্দীক, অলি আহমদ, রবিউল মাওলা, আবদুচ সালাম, মোহাম্মদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাথরিয়া হযরত বাইলা খলিফা (রহ:) মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ শুরু
পরবর্তী নিবন্ধনূর আইনী আল সুকেজী