নুরজাহান গ্রুপের এমডি ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

সাউথইস্ট ব্যাংক জুবলী রোড শাখার ২৬৮ কোটি টাকার খেলাপী ঋণ পরিশোধ না করায় নুরজাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতন এবং তার ভাই টিপু সুলতানের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরজাহান গ্রুপের এমডি ও তার ভাইয়ের বিরুদ্ধে ২০১৯ সালে প্রথমে একটি অর্থঋণ মামলা দায়ের করে সাউথইস্ট ব্যাংক। এ মামলায় রায় ঘোষণার পরও ঋণ পরিশোধ করেননি তারা। একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে উক্ত ঋণ আদায়ে জারি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধের গোলা সীমান্তে এসে পড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধএসএসসি : প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান