নীল আকাশে সাদা মেঘের ভেলা, নদীর ধারে কাশফুলের নাচন, গাছে গাছে শিউলির মন ভোলানো সুবাস আর স্নিগ্ধ জ্যোৎস্নার পরশমাখা ছবি ভেসে ওঠলেই মনে পড়ে যায় ঋতুর রানী শরতের কথা। শরতের প্রকৃতি এক মৌন-বিমূর্ত রহস্যময়তায় ঢেকে রাখে নিজেকে। ঘাসের বুকে জমা অজগ্র শিশির বিন্দু আর কুয়াশার বুক ভেদ করে ফুটে ওঠা আলোর ঝলকানি এ যেন সকালের সোনা রোদ আর হীরক জ্যোতির কানামাছি খেলা। বাতাশ হয়ে যায় দূষণহীন। চিত্তে বাজে আলাদা গন্ধ, ছন্দ ও রং। ব্যাকুল হয়ে যায় মন। শরৎ এলেই প্রকৃতি হেসে ওঠে প্রাণের সজীবতায়। রঙ, রূপ ও স্নিগ্ধতা নিয়েই হাজির হয় ঋতুরানী শরৎ। নিচে বিস্তীর্ণ সবুজ আর ওপরে বিশাল নীলাকাশ। ঝকঝকে নীল আকাশের বুকে ধবধবে সাদা মেঘের ভেলা।
এই মেঘ ভাসতে ভাসতে আকাশের এক কোণে এসে জড়ো হচ্ছে। স্তুপ হয়ে উঠছে অদ্ভুত সব আকৃতি নিয়ে। পরক্ষণেই আবার এলোমেলো, মনে হয় শ্বেত বসনা এক ঝাঁক তরুণী যেন নৃত্য করছে। মাঠ জুড়ে সাদা কাশ ফুলের শোভা, শস্যের শ্যামলতা আর মৃদুমন্দ বায়ু, শিউলী, কামিনী, হাসনাহেনা, দোলনচাঁপা, বেলী, ছাতিম, শাপলা, জারুল, টগর, রাধাচূড়া, মধুমঞ্জুরি, শ্বেতকাঞ্চন, মল্লিকা, মাধবী, কামিনী, নয়নতারা, ধুতরা, কল্কে, স্থলপদ্ম, কচুরী, সন্ধ্যামণি, জিঙে, জয়ন্তীসহ নাম না জানা নানা ফুলে ভরে উঠে প্রকৃতি। একটু মেঘ, এক পশলা বৃষ্টি, আর এক ঝলক সোনালী রৌদ্দুরই যেন শরতের নীল আকাশের চিরন্তন রূপ। নীল আকাশে সাদা মেঘের লুকোচুরি খেলার নজরকাড়া সৌন্দর্যে সত্যিই মনকে আপ্লুত করে তোলে। সেই সাথে বিক্ষিপ্ত মেঘের রাশি আকাশের ঐ নীলিমাকে আরও স্পষ্টতর করে তোলে। আর কবিকণ্ঠে আমিও বলে উঠি-নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা; ও ভাই লুকোচুরি খেলা।