ঈর্ষা

মিতা দাশ | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

প্রকৃতিতে দু’ রকমের মাছি আছে। এক রকম মাছি হলো শুধু মধুর উপর বসে, মধু খায় ।আরেক রকম মাছি হলো এরা মধুর উপরও বসে আবার ময়লা,পঁচা জিনিসের উপর ও বসে। মধু ফেলে পচা জিনিসের প্রতি আকর্ষণ বেশি।
তেমনি মানুষ ও দুইধরনের। সৎ আর অসৎ। সৎ লোকেরা সব সময় ভালো চিন্তা করে আর অসৎ লোকেরা খারাপ কাজে ও খারাপ চিন্তায় ব্যস্ত থাকে। অনেকটা কুলো – চালুনির মতো। কুলো খারাপটা ফেলে ভালোটা রাখে আর চালুনি ভালো টা ফেলে খারাপটা রাখে। আসলে যার যেটা স্বভাব সে সেটাই পছন্দ করে নেয়। কিন্তু মানুষ কেন প্রকৃতি থেকে শিক্ষা নেয় না? কিছু মানুষ যেন একজনের পেছনে আরেকজন না লেগে থাকলে বা অন্যের কোন ক্ষতি না করলে ভালো থাকতে পারে না। অথচ অপরের জন্য খারাপ চিন্তা বা খারাপ কাজ করতে গিয়ে নিজেরও যে সর্বনাশ ডেকে আনে সেটা ভেবে দেখে না। অপরের ক্ষতিই যেন তাদের মূল উদ্দেশ্য থাকে। ঈর্ষা, লোভ,ক্রোধ, এগুলো মানুষকে পশু বানিয়ে দেয়। হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়,ভালো – মন্দের পার্থক্য করতে ভুলে যায়। কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করা কোন ভাবেই উচিত নয়। অন্যের সফলতা, অন্যের ভালো কাজের প্রশংসা করতে শিখুন। হিংসার বশবর্তী হয়ে কোন কাজ করা ঠিক নয়। সর্বোপরি মানুষের ভালো চিন্তা করতে পারলেই নিজের জীবনেও ভালো কিছু সাফল্য লাভ করা সম্ভব হয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধলোডশেডিং এর বিকল্প হতে পারে নবায়নযোগ্য জ্বালানি
পরবর্তী নিবন্ধনীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা