নীরবতা ভাঙলেন ঐশী

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৮) খেতাব নিয়ে শোবিজে পা রেখেছিলেন। এরপর বড় আয়োজনের সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢালিউডে অভিষেক। প্রশংসা কুড়িয়েছেন ‘আদম’র মতো ছবিতে কাজ করে। এরপরও ঐশীকে ঠিক পাওয়া যাচ্ছে না! নতুন একটি কাজে যুক্ত হয়েছেন তিনি। তবে সিনেমা নয়, একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন সুদর্শনা অভিনেত্রী। ঐশী জানালেন, কিছু দিন আগে তিনি চীনের স্মার্টফোন ব্র্যান্ড অনার’র শুভেচ্ছাদূত হয়েছেন।

গেলো ২৩ মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নতুন মডেলের একটি ফোন বাজারে এসেছে। সেটার লঞ্চিংয়ে শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এছাড়া তারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। এসব কিছু ভেবেই যুক্ত হয়েছি। শিগগিরই বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন। এছাড়া তাদের বিভিন্ন ইভেন্টেও হাজির হতে পারেন ঐশী। এ তো গেলো ননফিল্মি কাজের খবর, কিন্তু ঐশীকে তো দর্শক বড় পর্দায় খুঁজছে! সে প্রসঙ্গে আপাতত এটুকু বললেন, ‘সত্যি বলতে, একটা লম্বা বিরতি তো হয়ে গেছে। সেজন্য চাচ্ছি ভালো কাজ দিয়েই কামব্যাক হোক।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি স্যোশিওলজি বিভাগের বরণ ও বিদায়
পরবর্তী নিবন্ধসুরে ও ছন্দে নজরুলকে স্মরণ