পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ০৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিভাগের নবনিযুক্ত এগারজন (১১) শিক্ষক অংশ গ্রহন করছেন। ফ্যাকাল্টি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার।
তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ আবশ্যক। শিক্ষকদের আধুনিক শিক্ষা এবং আবিষ্কারের উপর যেমন দক্ষতা থাকতে হবে তেমনি ব্যক্তিজীবনে হতে হবে নীতিবান। কারণ, নীতিবান শিক্ষকের পক্ষেই সম্ভব ভবিষ্যতের সুনাগরিক গড়ে তোলা।
কর্মশালার সমন্বয়ক ছিলেন অধ্যাপক ফারজানা আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












