নিয়মিত দেখা যাবে ‘এ’ দলের সফর

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

২০১৯ সালের পর এবারই প্রথম হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের সফর। দুইটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেল ‘এ’ দল। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছেন এখন থেকে নিয়মিতই হবে ‘এ’ দলের সিরিজ। এটা ইতিবাচক একটা দিক। মাঝখানে যে সময়টি হয়নি সেটি বৈশ্বিক করোনা মহামারির কারনে। এখন থেকে ক্রিকেট অপারেশন্স কমিটি যেভাবে প্ল্যান করছে তাতে ‘এ’ দল দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ম্যাচ পাচ্ছে। ‘এ’ দলের নিয়মিত ট্যুরগুলো আছে। আমাদের অনূর্ধ্ব-১৬ দলও সফর করছে ভারতের আসামে। এ কাজ গুলো অব্যাহত থাকবে। যাতে পাইপ লাইনে ক্রিকেটার মজুদ থাকে। ‘এ’ দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট এই কর্মকর্তা। আমাদের পক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল ততটুকুই চেষ্টা করা হয়েছে। নানা প্রতিকুলতার মাঝেও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের অনুশীলন সুযোগ সুবিধার জন্য যা যা করণীয় ছিল সবকিছুর ব্যবস্থা করা হয়েছিল। এটা এরপর থেকে যেন আরও ভালোভাবে বিস্তৃতি লাভ করে সেই ব্যাপারে ক্রিকেট বোর্ড ইতোমধ্যে চিন্তা-ভাবনা শুরু করেছে ।

পূর্ববর্তী নিবন্ধকমনওয়েলথ গেমস টেবিল টেনিসে জয় দিয়ে শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধএমেচার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগ্রাবাদ ও চিটাগাং মাস্টার্স ফাইনালে