নিয়মিত চর্চা ও অনুশীলনই চূড়ান্ত সাফল্য আসে

সন্দ্বীপে পুরস্কার বিতরণে আসলাম চৌধুরী

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বিএনপির সাবেক যুগ্মমহাসচিব আসলাম চৌধুরী বলেছেন,শুধু ভাল ফলাফলই জীবনের সফলতা নয়, নিজেকে আদর্শ, মানবিক ও অনুকরণীয় চরিত্র হিসেবে গঠন করাটাই হলো আসল লক্ষ্য। তবে শিক্ষা জীবনে ভাল ফলাফল অর্জিত না হলে ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন অসম্ভব। আর নিয়মিত চর্চা ও অনুশীলনই চূড়ান্ত সাফল্য আসে। তিনি গতকাল শনিবার সন্দ্বীপ উপজেলায় জেএএম সংস্থা পরিচালিত মুজিবুলরোকেয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী এই তিনের সমন্বয়ে অর্জিত হয় সফলতা। শিক্ষার্থী তার পড়ালেখা করছেন কিনা সেটা তদারকি করাও শিক্ষকের দায়িত্ব। আবার সন্তান পড়ালেখা ঠিকমতো করছেন কিনা সেটার খবরা খবর রাখা অভিভাবকের প্রধান দায়িত্ব।

সন্দ্বীপ হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় মাঠে সরকারী হাজী এবি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আবুল হাশেমের সভাপতিত্বে ও বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভিাগের প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেএএম সংস্থার নির্বাহী সদস্য জামিলা নাজনীল মাওলা, সভাপতি মেহরীন আনহার উজমা, বাশিস উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক আলী, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈন উদ্দীন বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মো. জামশেদ উদ্দীন, মুজিবুলরোকেয়া স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক আনিস আকতার টিটু।

বিভিন্ন কর্মসূচিতে ছিল ডিজিট্যাল বাংলাদেশ নির্মাণে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার ও আলোচনা সভা, সম্মাননা প্রদান, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আলোকিত ব্যক্তি হিসেবে প্রাক্তন প্রধান শিক্ষক মো. শফিউল আজমকে সম্মাননা প্রদান করা হয়। বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু তাহের, নুরুল মোস্তফা খোকন, মোস্তফা কামাল পাশা বাবুল। এতে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তির নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজস্ব আদায়ে দলিল লেখকরা অগ্রণী ভূমিকা পালন করছে
পরবর্তী নিবন্ধটেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে তরুণরাই চালিকা শক্তি