নিয়মিত কোর্ট চালুর দাবি

চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১২:০৮ অপরাহ্ণ

আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের কথা বিবেচনা করে আগামী ২৯ এপ্রিল থেকে একচ্যুয়াল বা নিয়মিত কোর্ট চালুর দাবি তুলেছেন আইনজীবীরা। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম আদালত পাড়ায় প্রতীকী অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে এ দাবি জানানো হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এনামুল হক, সাবেক সভাপতি মো. কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সেক্রেটারি ও সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী, সাবেক সেক্রেটারি আব্দুর রশিদ, মো. আবু হানিফ, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আয়ুব খান ও সিনিয়র আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরীসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। আইনজীবীর অধিকার ও স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বর্তমানে শুধু জামিন শুনানি হচ্ছে। বন্ধ রয়েছে আত্মসমর্পণ, মামলা ফাইলিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। জায়গা জমি সংক্রান্ত কার্যক্রমগুলোও বন্ধ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিচারপ্রার্থীরা। আইনের শাসন প্রতিষ্ঠায় একচ্যুয়াল কোর্ট চালুর প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে আইনজীবী নেতারা আরও বলেন, সরকারি কর্মকর্তারা সরকার থেকে বেতন পান। আমরা পাই না। আমাদের তো বিকল্প কোনো আয় নেই। মামলা পরিচালনা করেই চলে আমাদের জীবন জীবিকা। অথচ বর্তমানে আমাদের আয় রোজগার বন্ধ। বক্তারা বলেন, করোনা সংকটের পর ভার্চুয়াল কোর্ট চালুর বিষয়টি মেনে নিয়ে আইনজীবীরা ভার্চুয়ালি মামলা পরিচালনা করে আসছেন। কিন্তু বাস্তবে অধস্তন আদালত সমূহে ভার্চুয়ালের নামে প্রহসন চলছে। ডিজিটাল এই মাধ্যমে কোনো ভাবেই জনগণের ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত করা যাবে না। উল্টো বিচার বিভাগে স্থবিরতা সৃষ্টি হয়েছে। মামলা জট বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরো বলেন, জীবন জীবিকা একে অপরের পরিপূরক। জীবিকা ছাড়া জীবন অচল। তাই একচ্যুয়াল কোর্ট চালু করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক শনাক্তে বিশ্ব রেকর্ড করল ভারত
পরবর্তী নিবন্ধশ্রমজীবী ও দুস্থদের পাশে বিভিন্ন সংগঠন