নিয়ন্ত্রিত হোক গাড়ির গতি

| সোমবার , ৩ অক্টোবর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

আজকাল কাকে পেছনে ফেলে কে আগে যাবে, কার গাড়ির গতি কত বেশি এই প্রতিযোগিতায় নেমেছে গাড়ি চালকরা। যার ফলে ঘটছে হাজার হাজার দুর্ঘটনা। গাড়ি চালকের এই প্রতিযোগিতার বলি হতে হচ্ছে শত শত নিরীহ যাত্রীদের, পথচারীদের। অকালে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা আর সম্ভবনাময় প্রাণ। এর শতভাগই দায়ই চালকের। বিভিন্ন সময়েই খবরে দেখা যায় গাড়ি চালকরা বেশি গতিতে গাড়ি চালাতে থাকে যার ফলে তারা অধিকাংশ সময়ই গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ঘটায় দুর্ঘটনা। গাড়ি চালকদের মনে রাখা উচিত, যত গতি তত ক্ষতি। এখন দুর্ঘটনা প্রতিরোধে সরকারের করণীয় হলো- হাইওয়েতে এমন সংক্রিয় অত্যাধুনিক মেশিন বসানো যার দ্বারা কোনো গাড়ি যদি অতিরিক্ত গতিতে চলে তাহলে সে মেশিনটি গাড়িকে সংকেত দিবে এবং গাড়ির ছবি তুলে রাখবে। এরপর সে গাড়ির চালককে বেশি গতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা করা হবে। এই পদ্ধতি যদি কার্যকর হয় তাহলে আশা করা যায় দুর্ঘটনা আগের থেকে কিছুটা কমে আসবে এবং নিয়ন্ত্রিত হবে গাড়ির গতি।
মো. জোবাইদুল ইসলাম
শিক্ষার্থী, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা, মীরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধগোপাল হালদার : সংস্কৃতি ও ঐতিহ্যের সার্থক প্রতিনিধি
পরবর্তী নিবন্ধপাহাড় ও হ্রদের শহর