নিহিল এই কালে সাঈদ শ’ | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ দীর্ঘদিন রৌদ্রে থেকে থেকে গমস্ত ঘা–ই শুকিয়ে গেছে কে কতটা করাত, কে কতটা কুড়ালের কোপ; দা–এর নৃশংস ঘাই মেরেছিলো তার চিহ্নমাত্র নেই যেহেতু ভেতরটা ভীষণ ফাঁপা আর দেহ হালকা হয়ে আছে এখন তো আনন্দ মানে কেরোসিন ঢেলে দাউ–দাউ জ্বলে যাওয়া শুধু।