পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা করে বিবেচনা করলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। বিশেষ শিশুদের পেছনে রেখে দেশের উন্নয়ন অসম্ভব। গতকাল শুক্রবার নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে প্রবর্তক মোড়ে নিষ্পাপ স্কুল মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিংকু উপরোক্ত মত প্রকাশ করেন।
নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জাহাঙ্গির চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম. নাসিরুল হক, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, অধ্যাপক টিংকু চৌধুরী, নিষ্পাপ অটিজম স্কুলের অধ্যক্ষ সোমা চক্রবর্তী ও ঢাকাস্থ সিএস কেয়ারের পরিচালক জান্নাতুল ফেরদৌস ঝুমা। অনুষ্ঠানে প্রফেসর ডা. বাসনা মুহুরী বলেন, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের পক্ষ থেকে নন্দীর হাট এলাকায় মায়াকানন নামে অটিষ্টিক শিশু-কিশোরদের পুনর্বাসনের উদ্যোগে সকলের সহযোগিতা প্রয়োজন। এই পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামের জন্য রোল মডেল হবে বলে তিনি আশা প্রকাশ করে। দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রায় ৭০ জন অভিভাবক ও শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।