নিষপাপ অটিজম ফাউন্ডেশন প্রবর্তক চট্টগ্রামে বিশেষ চাহিদা সমপন্ন ছেলে- মেয়েদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির সুব্যাবস্থাকল্পে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগংয়ের উদ্যোগে রাইট ওয়াটার ব্যান্ডের রিভার্স অমেম্বাসিস প্রযুক্তির ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমের উদ্বোধন করা হয়। প্রজেক্ট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক ৩২৮২ এর ডিস্ট্রিক গভর্নর নমিনেটেড ২০২৩-২৪ রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিয়ুর রহমান। সভাপতিত্ব করেন নিষপাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী। বিশেষ অতিথি ছিলেন লেফটেনেন্ট গভর্নর রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, নিষপাপ অটিজম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম নাছিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন নিষপাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সমপাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান এমদাদুল আজিজ উল গণি চৌধুরী, ক্লাব পরিচালক রোটারিয়ান অপরূপ আইচ, স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্ত্তী। সঞ্চালনা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন। সভাশেষে নিষ্পাপ অটিজম স্কুলের অস্বচ্ছল ছাত্র/ছাত্রীদের পরিবারের মাঝে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন ও কোহিনুর আজিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।